Terms & Conditions

🚚 টার্মস এন্ড কন্ডিশনস

AdobeBazar-এ আপনার প্রতিটি অর্ডারকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। আমাদের লক্ষ্য হচ্ছে—আপনার প্রয়োজন, নিরাপত্তা ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া। নিচে আমাদের ডেলিভারি, ওয়ারেন্টি এবং রিটার্ন সম্পর্কিত বিস্তারিত নীতিমালা দেওয়া হলো:


✅ ১. ক্রয়ের পূর্বে করণীয়

  • (১.১) অর্ডার করার আগে প্রোডাক্টের সব ফিচার ও বিস্তারিত ভালোভাবে জেনে নিন।

  • (১.২) পণ্যের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও আমাদের ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে অর্ডার নিশ্চিত করুন।

  • (১.৩) সফটওয়্যার জাতীয় প্রোডাক্ট রিটার্নযোগ্য নয়, তাই অর্ডার করার আগে বিস্তারিত জেনে নিন।


📦 ২. ডেলিভারি পদ্ধতি

  • (২.১) পণ্য সরবরাহ করা হবে ইমেইলের মাধ্যমে

  • (২.২) কোনো রকম ফিজিক্যাল মিডিয়া (DVD/Box/Pendrive) সরবরাহ করা হয় না।


⏰ ৩. ডেলিভারি সময়

  • (৩.১) অফিস সময়: সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত

  • (৩.২) সাধারণত ডেলিভারি হয় ১০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে

  • (৩.৩) বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ সময় লাগতে পারে ১২-২৪ কর্মঘণ্টা

  • (৩.৪) রাত ১১ টার পর অর্ডার করলে, পরদিন সকাল ১০ টার পর ডেলিভারি দেওয়া হবে।


💳 ৪. পেমেন্ট ও অর্ডার পদ্ধতি

পেমেন্ট মেথড:

  • ✅ বিকাশ (Marchant Verified)

  • 🚀 রকেট

  • 💰 নগদ

  • 🏦 ব্যাংক ট্রান্সফার

অন্যান্য শর্তাবলী:

  • (৪.২) পার্সোনাল লাইসেন্স বা প্রোডাক্ট কী থাকলে আগেই পেমেন্ট করতে হবে।

  • (৪.৩) কিছু সাবস্ক্রিপশন প্রোডাক্টে আগে ডেলিভারি, পরে পেমেন্ট সম্ভব (যোগাযোগ সাপেক্ষে)।


🔄 ৫. রিটার্ন নীতিমালা

  • (৫.১) সফটওয়্যার জাতীয় কোন পণ্য রিটার্নযোগ্য নয়।

  • (৫.২) তবে পণ্যে কোনো সমস্যা থাকলে আমরা তা ঠিক করে দিবো অথবা রিপ্লেস করে দিবো। রিপ্লেস করা সম্ভব না হলে তখন রিফান্ড করা হবে।


🛡️ ৬. ওয়ারেন্টি ও রিফান্ড পলিসি

  • (৬.১) সাবস্ক্রিপশন যতদিনের জন্য কিনবেন, ঠিক ততদিনই সাপোর্ট পাবেন।

  • (৬.২) মেয়াদের মধ্যে কোনো সমস্যা হলে, আমরা তা ঠিক করে দিবো বা রিপ্লেস করবো। রিপ্লেস সম্ভব না হলে রিফান্ড করা হবে।

  • (৬.৩) রিপ্লেস করা সম্ভব না হলে, বাকি মেয়াদের জন্য পার্শিয়াল রিফান্ড পাবেন।

    যেমন: ৩ মাসের সাবস্ক্রিপশন ২ মাস ব্যবহারের পর নষ্ট হলে এবং রিপ্লেস করা সম্ভব না হলে, বাকি ১ মাসের সমপরিমাণ টাকা রিফান্ড করা হবে।
    এক্ষেত্রে ফুল রিফান্ড ক্লেইম করা যাবে না


❌ ৭. যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য নয়

  • (৭.১) আমাদের দেওয়া সাবস্ক্রিপশন ব্যবহারের নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। অনুমতি ছাড়া একাউন্ট বা সাবস্ক্রিপশনের কিছু পরিবর্তন করা বা অন্য কিছু পারচেজ করা যাবে না।

  • (৭.২) ইউজারের ভুল বা নিয়ম ভঙ্গ করলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।


🛠 ৮. বিক্রয়োত্তর সেবা

  • (৮.১) আমাদের থেকে কেনা প্রোডাক্ট বা সাবস্ক্রিপশন সংক্রান্ত যেকোনো সমস্যা, প্রশ্ন বা সহায়তার জন্য আমরা বিক্রয়োত্তর সাপোর্ট প্রদান করি।

  • (৮.২) সাপোর্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অর্ডারের প্রমাণ (যেমন: ট্রান্সেকশন আইডি, প্রোডাক্টের নাম, ডেলিভারির তারিখ ইত্যাদি) দিতে হবে।

  • (৮.৩) বিক্রয়োত্তর সেবা শুধুমাত্র সাপোর্ট বা ওয়ারেন্টি প্রযোজ্য প্রোডাক্টের ক্ষেত্রেই প্রযোজ্য।

  • (৮.৪) আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেইল, WhatsApp বা ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমে

  • (৮.৫) সেবা প্রদানের সময় সীমাবদ্ধ থাকবে অফিস সময় (সকাল ১০টা থেকে রাত ১১টা) এর মধ্যে।


📬 যোগাযোগ

যেকোনো অভিযোগ, পরামর্শ বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:


🔒 AdobeBazar সবসময় চেষ্টা করে গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি নিশ্চিত করতে। আমাদের নীতিমালাগুলো নিয়মিত আপডেট করা হয়, তাই পলিসি পড়ার পরেই অর্ডার নিশ্চিত করুন।